শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

পুরনো ভারতীয় শাড়ি দিয়ে কাঁথাও বানান না

নিজস্ব প্রতিবেদক

পুরনো ভারতীয় শাড়ি দিয়ে কাঁথাও বানান না

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন একটা কেনেন না, পরেনও না। আর ভারতীয় পুরনো শাড়ি দিয়ে কাঁথাও বানান না। গতকাল দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ, গুম ও পঙ্গুত্বের শিকার নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক ক্ষুণœ করা ঠিক হবে কি না, এসব নিয়ে অনেকে নিউজ করছেন। টকশো করছেন। প্রশ্ন হলো, ভারতের পণ্য বর্জন করার ডাকে সরকার ও তাদের লোকেরা এত বিচলিত কেন? সরকারের উদ্দেশে তিনি বলেন, সীমান্তে হত্যা, ন্যায্য হিস্যার বিষয়ে কেন কথা বলা যাবে না? এগুলো কি দেশের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে না? পিঁয়াজ বিষয়ে বিএনপির রিজভী বলেন, হঠাৎ করে পিঁয়াজ রপ্তানি বন্ধ করে দিচ্ছে বন্ধুপ্রতিম দেশ। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক যদি ভালোই হবে, তাহলে এমনটা কেন করবে তারা? এগুলোর বিরুদ্ধে কেন কথা বলা যাবে না।

কারণ হলো নতজানু পররাষ্ট্র নীতির কারণে সরকার ভারতের কাছে নিজেদের বিকিয়ে দিয়েছে। দেশের স্বার্থ নিয়ে সরকার তামাশা করছে। বারবার ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে জনগণের সমর্থন ছাড়া। তাই, ভারতের পণ্য বর্জনের সামাজিক আন্দোলনে সংহতি জানানো সঙ্গত বলেও দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

সর্বশেষ খবর