শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

দুর্নীতি মামলায় কারাগারে মান্নান

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি মামলায় কারাগারে মান্নান

দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও বিকল্প ধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানকে  কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে  জামিনের আবেদন করেন তিনি। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। চলতি বছর ২৬ জানুয়ারি দুদকের উপপরিচালক মো. আবদুল মাজেদ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, আসামি মো. রইস উদ্দিন ম্যাক্সনেট অনলাইন নামক একটি প্রতিষ্ঠানের নামে ৪টি পৃথক ঋণ চুক্তি করেন। পরে এর মাধ্যমে ২৭ কোটি টাকার ঋণ মঞ্জুর করে ২৬ কোটি ৯৮ লাখ টাকা বিতরণ করে। ওই ঋণের কিস্তি পরিশোধ না করে প্রদত্ত ঋণের আসল ২৮ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৩৮২ টাকা আত্মসাৎ করেন। ঋণের বর্তমান সুদ হিসাবে পাওনা ৮ কোটি ১ লাখ ৫৮ হাজার ৬৬৫ টাকা এবং সুদ-আসলে পাওনা ৩৬ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ৪৭ টাকা। মামলায় উপরোক্ত আসামিরা ছাড়াও উল্লেখযোগ্যরা হলেন- বিআইএফসি পরিচালনা পরিষদের পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ, সাবেক পরিচালক মেজর মান্নানের মেয়ে তানজিলা মান্নান, বিআইএফসির সাবেক এভিপি অ্যান্ড ইউনিট হেড আহমেদ করিম চৌধুরী, সাবেক সিনিয়র অফিসার (বিজনেস) মোহাম্মদ নিজাম উদ্দিন, সাবেক সিনিয়র অফিসার ও রিলেশনশিপ ম্যানেজার এস এম মোস্তাফিজুর রহমানও আসামি।

সর্বশেষ খবর