শনিবার, ৩০ মার্চ, ২০২৪ ০০:০০ টা
ঈদযাত্রা

ট্রেনের টিকিটের জন্য ২ কোটি ক্লিক হাহাকার

নিজস্ব প্রতিবেদক

ঈদে যানজট এড়িয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে বেশির ভাগ মানুষ চেষ্টা করছে ট্রেনের টিকিট পেতে। প্রতিদিন টিকিটের জন্য যাত্রীরা কোটি কোটি বার সার্চ করছে ট্রেনের টিকিট বিক্রির সার্ভারে। গতকাল ৮ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। সকাল ৮টায় অনলাইনে ট্রেনের পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরুর পর হাহাকার ছিল এ অঞ্চলের বিভিন্ন স্টেশনগামী টিকিটের। পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরুর পর বিভিন্ন স্টেশনের টিকিট নিতে মাত্র আধা ঘণ্টায় ১ কোটি ২৮ লাখ বার অনলাইনে ক্লিক করেছে আগ্রহী যাত্রীরা। আর ৮টা ৪৫ মিনিটে টিকিটের জন্য সার্ভারে হিট করেছে ২ কোটি বার। এক ঘণ্টার মাথায় সকাল ৯টায় ট্রেনের টিকিটের জন্য যাত্রীরা অনলাইনে ক্লিক করে প্রায় ২ কোটি ২০ লাখ বার। টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘সহজ’ এ তথ্য জানিয়েছে। টিকিটের জন্য যাত্রী চাহিদা অতীতের রেকর্ড ভঙ্গ করেছে। এত যাত্রী চাহিদা থাকলেও ট্রেনের টিকিট ছিল খুবই অপ্রতুল। সহজ-এর তথ্যমতে, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রায় ১৬ হাজার ২২ এবং পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ৬০১টি টিকিট প্রতিদিন বিক্রি করা হচ্ছে অনলাইনে। এদিকে বাড়ি ফেরা উপলক্ষে বাসের টিকিটের জন্য তেমন চাপ না থাকলেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। তবে টিকিট বিক্রেতারা বলছেন, ফিরতি ট্রিপে যাত্রী পাওয়া যায় না, অনেক ক্ষেত্রে ফাঁকা গাড়ি আনতে হয়, তাই এ ভাড়া কিছুটা সামঞ্জস্য করা হচ্ছে। ঈদের সময় যত ঘনিয়ে আসছে, রেলের আগাম টিকিট কেনার চাপও তত বাড়ছে। রংপুর, দিনাজপুর, চিলাহাটি, পঞ্চগড়, কুড়িগ্রাম, ঠাকুরগাঁওসহ বিভিন্ন রুটের টিকিটের জন্য যাত্রী চাহিদা ছিল বেশি। পশ্চিমাঞ্চলের জন্য মোট ১৪ হাজার ৬০১টি টিকিট ছাড়ার পর আধা ঘণ্টায় ১২ হাজার ৭৮৩টি টিকিট বিক্রি হয়েছে। আর এ টিকিট খুঁজতে আগ্রহী যাত্রীরা সার্ভারে ক্লিক করেছে ১ কোটি ২৮ লাখ বার। দুপুর ২টায় পূর্বাঞ্চলের বিভিন্ন স্টেশনের টিকিট বিক্রি শুরু হয়। এ অঞ্চলের বিভিন্ন স্টেশনের টিকিটের জন্য দুপুর আড়াইটা পর্যন্ত গ্রাহক অনলাইনে হিট করেছে ৯৬ লাখ ৮০ হাজার বার। আর আধা ঘণ্টায় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হয়েছে প্রায় সাড়ে ১২ হাজার। দুপুর আড়াইটা পর্যন্ত পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল মিলে মোট টিকিট বিক্রি হয়েছে ২৫ হাজার ১১টি। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল মিলে মোট ৩২ হাজার ৫৮৬ টিকিটের মধ্যে বিক্রি হয়েছে ৩০ হাজার ১৬৫টি।

আজ (শনিবার) ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঈদ শেষে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল। এদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। ফিরতি টিকিট বিক্রি চলবে ৯ এপ্রিল পর্যন্ত। ৯ এপ্রিল ১৯ এপ্রিলের ফিরতি টিকিট বিক্রি হবে। ট্রেনের টিকিটের জন্য হাহাকার থাকলেও বাসের টিকিটের জন্য কাউন্টারগুলোয় ভিড় লক্ষ্য করা যায়নি। বাসের টিকিটও বিক্রি চলছে অনলাইনে। আর এবারের ঈদে বেশি ছুটির সম্ভাবনা থাকায় সুবিধামতো টিকিট কিনছে যাত্রীরা। অনলাইনে সহজেই মিলছে বিভিন্ন রুটের বাসের টিকিট। তবে ঈদুল ফিতর সামনে রেখে সারা দেশের বিভিন্ন রুটে চলাচলকারী শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল বাসগুলো আগের ভাড়ার তুলনায় অতিরিক্ত ৩০০ থেকে ৫০০ টাকা করে বেশি আদায় করছে বলে অভিযোগ রয়েছে। উত্তরাঞ্চলের বাস ন্যাশনাল ট্রাভেলস ঢাকা থেকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ যেতে সিটপ্রতি ৫০০ টাকা করে বেশি আদায় করছে। বর্তমানে এ রুটের প্রতি সিটের ভাড়া রাখা হচ্ছে ২ হাজার টাকা, যা আগে ছিল ১ হাজার ৫০০।

সর্বশেষ খবর