শনিবার, ৩০ মার্চ, ২০২৪ ০০:০০ টা
চট্টগ্রাম টেস্ট

বাংলাদেশের সমতায় ফেরার লড়াই

ক্রীড়া প্রতিবেদক

দুই ম্যাচের টেস্ট সিরিজে সমতায় ফেরার লক্ষ্য নিয়ে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে ৩২৮ রানে জয় পেয়েছে লঙ্কানরা।

ছয় বছর আগে শ্রীলঙ্কায় খেলতে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে দ্বিপক্ষীয় টেস্ট সিরিজে এটাই টাইগারদের বড় অর্জন। সেই সিরিজে গলে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ২৫৯ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণ এক জয় পেয়েছিল টাইগাররা। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩৩৮ রান করে। বাংলাদেশ করে ৪৬৭ রান। লঙ্কানরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩১৯ রানে অলআউট হলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯১। ৫৭.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে এই রান করে জয় তুলে নেয় টাইগাররা। সিরিজে সমতা নিয়ে ট্রফি ভাগাভাগি করে দুই দল। আরও একবার শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ ড্র করার সুযোগ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। দুই দল টেস্টে মোট ২৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১৯ বারই জয় পেয়েছে শ্রীলঙ্কা। একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। বাকি পাঁচবার ড্র করেছে দুই দল। চট্টগ্রাম টেস্ট ড্র হলেও ট্রফি নিয়ে যাবে লঙ্কানরা। আজ সাকিব আল হাসানকে নিয়ে মাঠে নামবে। আগের টেস্টে তিনি ছুটিতে ছিলেন। লঙ্কানদের বিপক্ষে টেস্টে বল হাতে দারুণ সফল সাকিব। তিনি মাত্র ৯ টেস্ট ম্যাচ খেলে ৩৮ উইকেট শিকার করেছেন। বিশ্বসেরা অলরাউন্ডার দলে ফেরায় টাইগাররা বেশ আত্মবিশ্বাসী। চট্টগ্রাম টেস্ট জিতে সিরিজে সমতা রেখেই শেষ করতে বদ্ধপরিকর নাজমুল হোসেন শান্তরা।

 

 

সর্বশেষ খবর