রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

টেস্টের প্রথম দিন শ্রীলঙ্কার

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিল শ্রীলঙ্কা। গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় ম্যাচ খেলতে নামে বাংলাদেশ-শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করেছে লঙ্কানরা।

বার বার উইকেট শিকারের সুযোগ হাতছাড়া করে গতকাল চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে আক্ষেপেই পুড়েছেন টাইগাররা। প্রথম সেশনেই দুই লঙ্কান ওপেনারকে সাজঘরে ফেরাতে পারত বাংলাদেশ। কিন্তু করুণারত্নে ও মাদুস্কার দেওয়া ক্যাচগুলো লুফে নিতে পারেননি টাইগাররা। ৯ রানে ক্যাচ দেওয়া মাদুস্কা করেছেন ৫৭ রান। অন্যদিকে ২২ রানে ক্যাচ দেওয়া করুণারত্নে করেছেন ৮৬ রান। রান আউটের সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হয় নাজমুল বাহিনী। করুণারত্নের উইকেটটি শিকার করেন অভিষিক্ত বোলার হাসান মাহমুদ। অ্যাঞ্জেলো ম্যাথুসের (২৩ রান) উইকেটও শিকার করেন তিনি। নিশান মাদুস্কাকে রান আউটও করেন হাসান মাহমুদ। কুশল মেন্ডিসকে ৯৩ রানে নার্ভাস নাইনটির শিকারে পরিণত করেন সাকিব আল হাসান। দিন শেষে দিনেশ চান্দিমাল ৩৪ ও অধিনায়ক ধনাঞ্জয়া ১৫ রানে উইকেটে টিকে আছেন। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে দারুণ খেলেছে শ্রীলঙ্কা। তবে আফসোস থাকতে পারে তাদের। করুণারত্নে ও কুশল মেন্ডিস সেঞ্চুরি করার দারুণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারলেন না।

আফসোস আছে টাইগারদেরও। ক্যাচ আর রান আউট করার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন তারা। আজ শুরুতেই লঙ্কান ব্যাটিং লাইনে আঘাত হানার লক্ষ্য নিয়ে খেলতে নামবে বাংলাদেশ।

সর্বশেষ খবর