শিরোনাম
রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

আট বছর পর জামায়াতের প্রকাশ্য ইফতার

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ আট বছর পর রাজধানীতে বড় পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের নিয়ে প্রকাশ্য ইফতার আয়োজন করে ইসলামী দলটি। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনদের সম্মানে এ ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিনা সংগ্রামে কখনো মুক্তি আসে না। এ জাতিকে মুক্তির জন্য আরেকটিবার বুক সটান করে দাঁড়াতে হবে। তিনি বলেন, এখন যারা ক্ষমতায় আছেন আমরা তাদের শত্রু নই। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের হেদায়েত দেন। আমাদের ওপর আঘাত এলে তার প্রতিরোধ করার অধিকার আমার আছে। কেউ পায়ে পাড়া দিয়ে বিবাদ করতে এলে প্রতিরোধ গড়ে তোলা হবে। সরকারি দলের লোকেরা রাজনীতি করার অধিকার রাখলে দেশের সব নাগরিক সাংবিধানিকভাবে সে অধিকার রাখে। তিনি বলেন, বিগত আটটি বছর আমরা সবাই মিলে ইফতারে অংশ নেওয়ার সুযোগ পাইনি। এর আগে ২০১৫ সালের ২৫ জুন হোটেল সোনারগাঁওয়ে ইফতার মাহফিল করেছিল সংগঠনটি। তখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এতে অংশ নিয়েছিলেন। জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দের পরিচালনায় ইফতারে দলটির নেতাদের মধ্যে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, আ ন ম শামসুল ইসলাম, রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, শাহজাহান চৌধুরী, নূরুল ইসলাম বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

মরহুম দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী ও শামীম সাঈদী, শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজনৈতিক নেতাদের মধ্যে এলডিপির ড. কর্নেল অলি আহমদ, বিএনপির ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বিকল্প ধারার অধ্যাপক ড. নূরুল আমিন বেপারী ও শাহ আহমেদ বাদল, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, জাতীয় পার্টির (জাফর) আহসান হাবিব লিংকন, ন্যাপের এম এন শাওন সাদেকী, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, গণদলের এ টি এম গোলাম মাওলা চৌধুরী, জাতীয় দলের অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাগপার রাশেদ প্রধান, লেবার পার্টির লায়ন ফারুক রহমান, এনডিপির কারি আবু তাহের, গণঅধিকার পরিষদ একাংশের নূরুল হক নূর, অপর অংশের ফারুক হাসান, ইসলামী ঐক্যজোটের অধ্যাপক আবদুল করিম, জমিয়তে ওলামায়ে ইসলামের জাকির হোসেন খান, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভুইয়া, এবি পার্টির যোবায়ের আহমেদ ভূঁইয়া, এনডিএমের ববি হাজ্জাজ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ এতে অংশ নেন।

সর্বশেষ খবর