সোমবার, ১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
ছাত্রলীগ সভাপতি

ছাত্ররাজনীতি নিষিদ্ধের নাটক বন্ধ করতে হবে

নিজস্ব প্রতিবেদক

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের নামে নাটক বন্ধ করতে হবে। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগ আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বুয়েট শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। সাদ্দাম হোসেন বলেন, আমরা আজ এখানে মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াই করছি। বুয়েটের এ সিদ্ধান্ত মৌলিক অধিকার পরিপন্থী, সংবিধান পরিপন্থী এবং শিক্ষাবিরোধী সিদ্ধান্ত। এ সময় তিনি বুয়েট কর্তৃপক্ষের প্রতি বুয়েটে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা নিতে এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা ও বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাব্বীর সিট বাতিলের সিদ্ধান্ত তুলে নেওয়ার দাবি জানান।

বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের নামে ‘অন্ধকারের রাজনীতি’র চাষাবাদ হচ্ছে মন্তব্য করে ছাত্রলীগ সভাপতি আরও বলেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার নাটক বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। বাংলাদেশের যে কোনো জায়গায় নাগরিক হিসেবে যাওয়ার অধিকার আমার রয়েছে। তাদের কাছে পারমিশন নিতে হবে? যে অধিকার আমাকে সংবিধান দিয়েছে তাকে আপনারা ঠুনকো বানিয়ে দেবেন এবং সেটি আমরা মেনে নেব, এ আশা যারা করছে তারা বোকার স্বর্গে বসবাস করছে। বুয়েট কি পাকিস্তান যে ভিসা-পাসপোর্ট দিয়ে অনুমতি নিয়ে ঢুকতে হবে?

সর্বশেষ খবর