বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

তেলের লরি উল্টে ভয়াবহ আগুন

নিহত ৩, শিশুসহ ছয়জন দগ্ধ, পুড়ল আরও ছয় গাড়ি

সাভার প্রতিনিধি

তেলের লরি উল্টে ভয়াবহ আগুন

সাভারে তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় এবং সঙ্গে সঙ্গে তেলের লরিতে আগুন লাগে। তেলের লরির আগুনে রাস্তার আরও ছয়টি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিন ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় শিশুসহ দগ্ধ আরও ছয় ব্যক্তি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে  চিকিৎসাধীন। গতকাল সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইকবাল, নজরুল ইসলাম ও হেলাল । আহতরা হলেন- মিলন মোল্লা (২২), শিশু মিম (১০), আল আমিন (৩৫), নিরঞ্জন (৪৫), সাকিব (২৪) ও আবদুস সালাম (৩৫)। প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম পলাশ জানান, ৬টি গাড়ি প্রায় পাশাপাশি যাচ্ছিল। তেলের গাড়ি ছিল সবার ডান দিকে, মাঝখানে ২টি প্রাইভেট কার এবং বাঁ পাশে ছিল তরমুজবাহী ট্রাক। তেলের গাড়ি ধাক্কা খেয়ে উল্টে গেলে লরি, প্রাইভেট কারসহ অন্য গাড়ি আটকে যায়। তেলের গাড়িতে আগুন লাগলে ওই আগুন অন্য গাড়িতেও লাগে। তেলের লরিতে আগুন লাগার ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন ঘটনাস্থলের আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। ছয়টি ইউনিটের মাধ্যমে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক ডাক্তার তরিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নজরুল ইসলামকে (৪৫) মৃত অবস্থায় আনা হয়েছে। তার শরীরের শতভাগ পুড়ে গেছে। এ ছাড়া আগুনে দগ্ধ মিলন মোল্লার (২২) শরীরের ৪৫ শতাংশ, মিমের (১০) শরীরের ২০ শতাংশ, আল-আমিনের (৩৫) শরীরের ১০ শতাংশ, নিরঞ্জনের (৪৫) শরীরের ৮ শতাংশ, হেলালের (৩০) শরীরের শত ভাগ, আবদুস সালামের (৩৫) শরীরের ৫ শতাংশ, সাকিবের (২৪) শরীরের শত ভাগ ও আল আমিনের (২২) শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।

সর্বশেষ খবর