বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ব্যাংক লুট, ম্যানেজার অপহরণ

বান্দরবানে কেএনএফের হামলা, নিয়ে গেছে প্রহরীদের অস্ত্র

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও প্রহরীদের ১৪ অস্ত্র লুট করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। তারা ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণও করেছে। গত রাত ৯টার দিকে শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী ব্যাংকটি ঘিরে ফেলে এ ঘটনা ঘটায়। বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, স্থানীয়দের ধারণা এ ঘটনা নব্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ ঘটাতে পারে।

এদিকে সোনালী ব্যাংক বান্দরবান অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ         ওসমান গণি রাতে বলেন, ‘সোনালী ব্যাংক রুমা শাখার ম্যানেজারকে কেএনএফ সন্ত্রাসীরা নিয়ে গেছে বলে শোনা যাচ্ছে। ওই শাখায় ১ কোটি ৬০ লাখ টাকা থাকার কথা; যা ভল্ট ভেঙে নিয়ে গেছে। এ ঘটনার পর এ অঞ্চলের ব্যাংকের সব শাখায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কেএনএফের ৭০-৮০ জন সশস্ত্র সদস্য রুমা উপজেলা পরিষদ এলাকা ঘেরাও করে। তারা সোনালী ব্যাংকে গিয়ে পাহারারত পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয় এবং মারধর করতে থাকে। ব্যাংকে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়।

ঘটনার পরই রুমা থানার ওসি মোহাম্মদ শাহজাহান ঘটনাস্থলে গিয়ে বলেন, ‘কারা এ হামলা করেছে আমরা যাচাইবাছাই করছি। আর কত টাকা নিয়ে গেছে সে ব্যাপারে ভল্ট পরীক্ষা করে দেখতে হবে, ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা এলে।’

সর্বশেষ খবর