শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

১৯৭২-৭৩ সালের পুনরাবৃত্তি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

১৯৭২-৭৩ সালের পুনরাবৃত্তি হচ্ছে

সরকারের ব্যর্থতার কারণে দেশে হযবরল অবস্থা বিরাজ করছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। তিনি বলেন, দেশ কোনদিকে যাচ্ছে? আমার মনে হয়, দেশে ১৯৭২-৭৩ সালের পুনরাবৃত্তি হচ্ছে। আমি সরকারকে বলব, এখনো সময় আছে দয়া করে সৎ, দক্ষ, পরীক্ষিত, দেশপ্রেমিক নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে প্রস্থান করুন। তাহলেই দেশের মঙ্গল। গতকাল এক বিবৃতিতে কর্নেল (অব.) অলি আহমেদ এই অভিযোগ করেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়ে ব্যাংক ডাকাতি হয়েছে। কুকি-চিনের সদস্যরা ব্যাংকে হামলা চালিয়ে নিরাপত্তারক্ষীদের অস্ত্র ছিনিয়ে নিয়ে ব্যাংকের অর্থ লুট করেছে। সব কিছু মিলিয়ে দেশে একটা হ-য-ব-র-ল অবস্থা বিরাজ করছে।

সর্বশেষ খবর