শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
ওবায়দুল কাদের

বান্দরবানের বিষয়ে কঠোর অবস্থানে সরকার

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সশস্ত্র তৎপরতা নিয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। আশা করি অচিরেই পরিস্থিতি শান্ত হবে। গতকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আওয়ামী মৎস্যজীবী লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পার্বত্য চট্টগ্রামে একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সশস্ত্র তৎপরতা শুরু করেছে। এ গোষ্ঠীটি শুধু বান্দরবানে আছে। এদের কিছু তরুণ অস্ত্রশস্ত্রসহ মহড়া দিচ্ছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের এ সশস্ত্র তৎপরতায় গোটা পার্বত্য অঞ্চল অশান্ত হবে, এমনটি মনে করার কোনো কারণ নেই। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নির্বাচন ঠেকাতে ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ। বলেছিল এ সরকার পাঁচ দিনও টিকবে না, জানুয়ারির ৭ তারিখ থেকে তিন মাস হয়ে গেল সরকার টিকে আছে। বিএনপির এখন চেয়ে চেয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছু করার নেই।

সর্বশেষ খবর