শিরোনাম
মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
উপজেলায় বাড়ছে ভোটের উত্তাপ

প্রার্থীর ছড়াছড়ি, বিএনপি-জামায়াতের সাবেক বর্তমান নেতারাও আছেন

নিজস্ব প্রতিবেদক

আসন্ন উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি রয়েছে। ১৫০ উপজেলায় তিন পদে ১ হাজার ৮৯১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে সর্বোচ্চ ১১ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ১৪ জন প্রার্থীও রয়েছেন কোনো কোনো উপজেলায়। তবে নারী ভাইস চেয়ারম্যান পদে অধিকাংশ উপজেলায় ২-৩ জন প্রার্থী রয়েছেন। এ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ, বিএনপি-জামায়াতের সাবেক ও বর্তমান নেতারাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ উপজেলায়, ভাইস চেয়ারম্যান পদে ৩ উপজেলায় এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৭ উপজেলায় একক প্রার্থী রয়েছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তাদের মনোনয়নপত্র সঠিক থাকলে বিনা ভোটে তারা নির্বাচিত হবেন। চেয়ারম্যান পদে দুজন করে প্রার্থী রয়েছেন ১৮ উপজেলায়। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল মনোনয়নপত্র দাখিলের সময় শেষে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, এবার সম্পূর্ণ অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। এতে চেয়ারম্যান পদে ৬৯৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭২৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তিন পদে মোট মনোনয়নপত্র দাখিল করেছেন ১ হাজার ৮৯১ জন প্রার্থী।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ১৫০ উপজেলায় ভোট গ্রহণ হবে ৮ মে। এ ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক। দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ২১ এপ্রিল শেষ সময়, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ প্রতীক বরাদ্দ ২ মে। আর ১৬১ উপজেলায় ভোট গ্রহণ হবে ২১ মে। এ ধাপের নির্বাচনে অতিরিক্ত জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভোটারের সংখ্যা ৫ লাখের বেশি যেখানে-সেখানে একাধিক সহকারী রিটার্নিং অফিসার নিয়োজিত থাকবেন। চার ধাপের উপজেলা ভোটের পরবর্তী দুই ধাপের নির্বাচন ২৯ মে ও ৫ জুন অনুষ্ঠিত হতে পারে।

তৃতীয় ধাপের উপজেলা ভোটের তফসিল হতে পারে কাল : আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল হতে পারে কাল বুধবার। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, ওইদিন ৩১তম কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকটি নির্বাচন ভবনে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্যসূচিতে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন রাখা হয়েছে। তৃতীয় ধাপে শতাধিক উপজেলায় ভোট হতে পারে। চার ধাপের উপজেলা ভোটের পরবর্তী দুই ধাপের নির্বাচন ২৯ মে ও ৫ জুন অনুষ্ঠিত হতে পারে।

রংপুর : প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের অংশ নিতে রংপুরে ৩০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। পীরগাছা ও কাউনিয়া উপজেলায় চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন।

মৌলভীবাজার : মৌলভীবাজারের তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্য বড়লেখায় চার চেয়ারম্যান পদে চারজন, জুড়ীতে সাতজন; এর মধ্যে আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমিরও চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এ ছাড়া কুলাউড়ায় চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে।

পঞ্চগড় : পঞ্চগড় জেলার তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জনের অনলাইন আবেদন জমা পড়েছে।

রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে গোদাগাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে দুজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তানোর উপজেলায় চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে দুজন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন। গোদাগাড়ীতে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ, জেলা যুবদলের সাবেক নেতা, জামায়াতের সাবেক নেতাও।

কুমিল্লা : কুমিল্লার মেঘনা উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

ফরিদপুর : ফরিদপুরের চরভদ্রাসনে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছেন।

গাজীপুর : গাজীপুরের তিনটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৩৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। গাজীপুর সদর উপজেলায় মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাপাসিয়া উপজেলায় মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কালীগঞ্জ উপজেলায় মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দুটি উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সর্বশেষ খবর