মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

পাল্টা হামলার শঙ্কা, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি

প্রতিদিন ডেস্ক

সামরিক বিশ্লেষকরা বলছেন, পাল্টা আঘাতের ক্ষেত্রে ইরানের মতো ইসরায়েলও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রতিশোধ নিতে পারে। সে ক্ষেত্রে যেসব ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে ইরান রবিবার রাতে হামলা শুরু করেছিল, সেগুলো টার্গেট করতে পারে তেলআবিব। বিশ্লেষকরা বলছেন, ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির অভ্যন্তরীণ ঘাঁটি, প্রশিক্ষণ শিবির এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারগুলো অন্তর্ভুক্ত করে আরও প্রসারিত হামলা চালাতে পারে ইসরায়েল। তবে উভয় ক্ষেত্রেই সংঘাত আরও বেড়ে যাওয়ার ঝুঁকি থাকবে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এ সংঘাতে যুক্তরাষ্ট্রও সরাসরি জড়িয়ে পড়বে কি না? উপসাগরীয় ছয় দেশসহ সিরিয়া, ইরাক ও জর্ডানে সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। পূর্ণমাত্রায় যুদ্ধ বাধলে ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে এসব ঘাঁটি।

বিশ্লেষকরা আরও জানান, ইরান আরও একটি বড় কাজ করতে পারে। সেটি হলো হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া। মাইন, ড্রোন ও দ্রুতগামী জলযানের সাহায্যে এ রুটে জাহাজ চলাচল বন্ধ করে দিতে পারে তেহরান। সেটি হলে বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ তেল সরবরাহ আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমনটি ঘটলে তা সারা বিশ্বের জন্যই দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। এ কারণে সংঘাত আরও বেড়ে যাওয়া আটকাতে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ।

 

সর্বশেষ খবর