বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ২৯ মাওবাদী

প্রতিদিন ডেস্ক

তিন দিন বাদেই ভারতের ছত্তিশগড়সহ গোটা দেশে শুরু হচ্ছে লোকসভা ভোট। তার আগে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মাওবাদী অধ্যুষিত এলাকাগুলোতে অভিযান চালাচ্ছেন ভারতের নিরাপত্তা বাহিনী। আর তাতেই রাজ্যের বস্তারে অভিযানে ২৯ মাওবাদী নিহত হয়েছে। এ তালিকায় রয়েছে দুই মাও শীর্ষনেতাও। এর মধ্যে একজন শংকর রাও-ও রয়েছেন। তিনি কাঁকর জেলার শীর্ষ কমান্ডার ছিলেন। তার মাথার দাম ছিল ২৫ লাখ টাকা। ভারতীয় গণমাধ্যম জানায়, গতকাল দুপুরের দিকে যৌথ অভিযান শুরু করে বিএসএফ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্স। এ ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্স ২০০৮ সালে মাও দমনের লক্ষ্যেই তৈরি হয়েছিল। মূলত কাঁকর জেলার জঙ্গলে চলে এ অভিযান। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে সাতটি একে-৪৭, তিনটি লাইট মেশিন গানসহ একাধিক অস্ত্র উদ্ধার হয়েছে।

সর্বশেষ খবর