বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

স্থায়ী জামিন পাননি ড. ইউনূস বেড়েছে মেয়াদ

নিজস্ব প্রতিবেদক

স্থায়ী জামিন পাননি ড. ইউনূস বেড়েছে মেয়াদ

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস স্থায়ী জামিন পাননি। তবে তাঁর জামিনের মেয়াদ আগামী ২৩ মে পর্যন্ত বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। গতকাল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) এম এ আউয়ালের আদালত জামিনের মেয়াদ বর্ধিত করে আদেশ দেন। এ সময় ড. ইউনূস আদালতে উপস্থিত ছিলেন। এদিন ইউনূসের পক্ষে তাঁর আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আগামী ২৩ মে শুনানির পরবর্তী দিন ধার্য করে সে পর্যন্ত তাঁর জামিন বর্ধিত করে আদেশ দেন। আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান ও অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী।

এর আগে গত ২৮ জানুয়ারি সকালে সাজা বাতিল চেয়ে আপিল আবেদন করেন ইউনূসসহ চার আসামি। এ সময় আপিলকারীদের পক্ষে আত্মসমর্পণ করে জামিনের আবেদনও করা হয়। ওইদিনই আসামি পক্ষের আপিল শুনানির জন্য গ্রহণ করে ৩ মার্চ পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন আদালত। এরপর জামিনের মেয়াদ আরেক দফা বাড়িয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়। মামলার অন্য তিন আসামি হলেন- গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

সর্বশেষ খবর