বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

দমনপীড়নে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দমনপীড়নে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় সরকার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার মামলা দিয়ে, দমনপীড়ন করে অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়। তারা ভিন্নমতের ওপর নিপীড়ন-নির্যাতন অব্যাহত রেখেছে। দেশে একদলীয় শাসন কায়েম করেছে। গতকাল কারাবন্দি নগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ হোসেনের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি একথা বলেন। এরপর তিনি বিএনপির বিভিন্ন পর্যায়ের কারাবন্দি ও প্রয়াত নেতাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, দেশ ও দেশের মানুষ চরম সংকটে। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি , সরকারি দলের সীমাহীন দুর্নীতি দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। দেশের জনগণ ৭ জানুয়ারির নির্বাচনে ভোট কেন্দ্রে না গিয়ে তদের প্রতি অনাস্থা জানিয়েছে। এ সময় নগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, সাবেক কাউন্সিলর মাহবুব আলম, নাজিম উদ্দিন, আনোয়ার হোসেন লিপু, চান্দগাঁও থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আজম উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর