বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ভারতের পররাষ্ট্র সচিব আসছেন শনিবার

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের পররাষ্ট্র সচিব আসছেন শনিবার

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্র আগামী শনিবার সে দেশের এক প্রতিনিধি দল নিয়ে ঢাকা আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর চূড়ান্ত করতে তিনি ঢাকা আসছেন। ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবে আগামী ৪ জুন। প্রথমে ভাবা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুন মাসের শেষ সপ্তাহে ভারত সফর করবেন। এখন এ সফর জুলাই মাসে হতে পারে বলে সূত্র জানিয়েছে। ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই প্রতিনিধি দলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ বিভাগের যুগ্ম সচিব স্মিতা পান্থ সহ উচ্চপদস্থ অফিসাররা থাকবেন। এরা বিশেষ বিমানে যাবেন। স্মিতা ইতোমধ্যেই উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন। ঢাকা সফরে পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। সূত্র জানিয়েছে, নয়াদিল্লি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর দ্রুত করাতে চাইছে। বিশেষ করে তাঁর চীন সফরের আগে। এবারের সফরে বহু গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে অমীমাংসিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি। চীন তিস্তা অববাহিকায় বাংলাদেশে জলাধার তৈরি করতে আগ্রহী। এ বিষয়ে ভারতের ভূমিকা নিয়ে কথা হবে। এ ছাড়া ঢাকা চায় তিস্তা নদীর পলি উত্তোলন প্রকল্প শুরু করতে, যাতে পানি প্রবাহ বাড়ানো যায়। ভারত ও বাংলাদেশের মধ্যে সুসংহত আর্থিক সহযোগিতা, মিয়ানমারের বর্তমান পরিস্থিতি অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় বলে সূত্র জানায়।

জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর হবে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম দ্বিপক্ষীয় সফর।

সর্বশেষ খবর