শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
দুর্ঘটনায় ভয়ংকর সড়ক যোগাযোগ

ফরিদপুরে নিহত বেড়ে ১৫

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদরের কানাইপুরের তেঁতুলতলায় বাস ও পিকআপের সংঘর্ষে আহত আরও এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর নাম পপি আক্তার (২১)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপপাত ইউনিয়নের কুমাইল গ্রামের বাসিন্দা ইকবাল শেখের (২৫) স্ত্রী। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫ জনে। এদিকে এ ঘটনায় মঙ্গলবার রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে। তবে বাসের চালক ও হেলপারকে এখনো আটক করতে পারেনি পুলিশ। দুর্ঘটনার শিকার হওয়া পিকআপে ইকবালের সঙ্গে পপি এবং তার দেড় বছর বয়সী ছেলে ইরফানও ছিল। দুর্ঘটনায় এরা তিনজনই আহত হন। ইকবাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকা নেওয়ার পথে মারা যান। পপি আক্তার গতকাল সকাল ৬টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শিশু ইরফান এখনো চিকিৎসাধীন। এ ঘটনায় ইকবালের বড় ভাই ইমামুল শেখ বাদী হয়ে মঙ্গলবার রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮ ও ১০৫ পাঁচ ধারায় একটি মামলা করেছেন। ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. সালাহউদ্দিন চৌধুরী বলেন, বাসের অজ্ঞাত চালককে আসামি করে এ মামলাটি করা হয়েছে। হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চলের পুলিশ সুপার মো. শাহীনূর আলম বলেন, বাসটির দুজন চালককে আমরা শনাক্ত করতে পেরেছি। তবে প্রকৃতপক্ষে উত্তরা ইউনিক পরিবহনের বাসটি কে চালাচ্ছিলেন তাকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, চালককে শনাক্ত করা গেলে তার ড্রাইভিং লাইসেন্স আছে কি নেই সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর