শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

গড়ে উঠেছে আইন ভাঙার সংস্কৃতি

--- সামছুল হক

নিজস্ব প্রতিবেদক

গড়ে উঠেছে আইন ভাঙার সংস্কৃতি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ সামছুল হক বলেছেন, ‘পরিবহন খাতে আইনের শাসন না থাকায় পুরো ব্যর্থ সিস্টেমে পরিণত হয়েছে। এ খাতে আইন ভাঙার সংস্কৃতি গড়ে উঠেছে। সড়ক দুর্ঘটনা কমিয়ে বিশৃঙ্খলা ঠেকাতে নিবিড় মনিটরিং প্রয়োজন। কিন্তু দূরদর্শিতা, পেশাদারিত্বের অভাবে সড়কে মৃত্যুর মিছিল বাড়ছে।’ গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জন্মগতভাবে ৮৫ শতাংশ মানুষ আইন মানে আর ১৫ শতাংশ মানুষ আইন ভাঙতে পছন্দ করে। এটা মানবিক বৈশিষ্ট্য। এদের জন্য অন্যরাও যেন আইন ভাঙার সুযোগ না পায় সে জন্য মনিটরিং জোরদার করতে হবে। দৃষ্টান্তমূলক শাসন করলে আইন মেনে চলার প্রবণতা তৈরি হবে। উল্টোপথে আসা, ভিআইপিদের উল্টোপথে প্রটোকল দিয়ে নিয়ে আসা এসব তো নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। এরকম একজনের দেখে অন্যরাও করছে। কাউকে ভুল করার সুযোগ দেওয়া যাবে না। সামছুল হক আরও বলেন, আমাদের দেশে সবার মধ্যে একটা গা ছাড়া ভাব দেখা যায়। শিক্ষিত-অশিক্ষিত কেউই আইন মানতে আগ্রহী না। এই পরিবেশটাই তৈরি হয়নি। ফুটপাতে গাড়ি পার্কিং করা, তাই বাধ্য হয়ে মানুষকে রাস্তায় নামতে হয়। পুলিশের সামনে দিয়ে রাস্তায় আনফিট লক্কড়ঝক্কড় বাস চলছে, শিশুরা লেগুনা চালাচ্ছে। পরিবহন খাতে আইনের শাসন না থাকায় ব্যর্থ সিস্টেম তৈরি হয়েছে। দূরদর্শী পেশাদারিত্বের অভাবে এ খাতে বিশৃঙ্খলা প্রকট হয়ে উঠেছে।

সর্বশেষ খবর