শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

জাতীয় পতাকার অন্যতম নকশাকার শিবনারায়ণ দাশ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পতাকার অন্যতম নকশাকার শিবনারায়ণ দাশ মারা গেছেন

বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার, বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাশ পরলোক গমন করেছেন। গতকাল সকাল ৯টা ২৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিবনারায়ণ দাশের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশের সব অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা শোক জানিয়েছেন। শিবনারায়ণ দাশের নকশা করা বাংলাদেশের মানচিত্র সংবলিত পতাকা ধরেই পরিচালিত হয়েছিল স্বাধীনতা সংগ্রাম। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে প্রথম বাংলাদেশের এই পতাকা ওড়ানো হয়। লাল-সবুজের ভিতরে হলুদ রঙে বাংলাদেশের মানচিত্র সংবলিত ওই পতাকার নকশা যারা করেছিলেন, তাদের একজন সে সময়ের ছাত্রলীগ নেতা শিবনারায়ণ দাশ। ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলের (বর্তমান সার্জেন্ট জহুরুল হক হল) ১১৮ নম্বর কক্ষে বসে ছাত্রলীগের একদল নেতা-কর্মী ওই পতাকার নকশা তৈরি করেছিলেন ‘জয় বাংলা বাহিনীর’ জন্য। শিবনারায়ণ দাশের বাবা সতীশচন্দ্র দাশ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদাররা তাকে ধরে নিয়ে হত্যা করে। শিবনারায়ণ দাশের স্ত্রীর নাম গীতশ্রী চৌধুরী এবং তাদের একমাত্র সন্তান অর্ণব আদিত্য দাশ। আদিত্য দাশ জানান, তার বাবার মৃতদেহ বিএসএমএমইউর মরচুয়ারিতে রাখা হবে। তার দেহ এখানে দান করা হবে এবং কর্ণিয়া দান করা হবে সন্ধানীতে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক শোকবার্তায় শিবনারায়ণ দাশের আত্মার শান্তি কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আরও শোক জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ ’৭১, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম রব, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। জাসদের এক শোকবার্তায় জানানো হয়েছে, আজ সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে শিবনারায়ণ দাশের মৃতদেহ কুমিল্লায় নিয়ে যাওয়া হবে। বিকাল সাড়ে ৪টায় কুমিল্লার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে।

সর্বশেষ খবর