শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

নির্বাচন নিয়ে যা বললেন মোদি

প্রতিদিন ডেস্ক

নির্বাচন নিয়ে যা বললেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভা নির্বাচনে বিপুল হারে অংশগ্রহণের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সমাজমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ আহ্বান জানান। এএফপি। ভারতে এবার ১৮তম লোকসভা নির্বাচন হচ্ছে। দেশটিতে মোট সাত দফায় এই ভোট হবে। গতকাল সকালে প্রথম দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জনমত জরিপে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে আছে। এক্সে পোস্ট দিয়ে ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন মোদি। প্রথম দফার এ নির্বাচনে যারা ভোটার, বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটারদের রেকর্ডসংখ্যায় ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। এক্স পোস্টে মোদি লিখেছেন, প্রতিটি ভোটেরই গুরুত্ব আছে, প্রতিটি কণ্ঠস্বরই গুরুত্বপূর্ণ। লোকসভার মোট আসন ৫৪৩টি। ভারতের ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কয়েকটিতে এক ধাপে ভোট হয়। তবে বড় রাজ্যগুলোর বিভিন্ন নির্বাচনি আসনে ভিন্ন ভিন্ন তারিখে ভোট হয়। গতকাল প্রথম ধাপে ১০২টি নির্বাচনি আসনে ভোট হয়। বাকি দফার ভোট হবে যথাক্রমে ২৬ এপ্রিল (দ্বিতীয় দফা), ৭ মে (তৃতীয় দফা), ১৩ মে (চতুর্থ দফা), ২০ মে (পঞ্চম দফা), ২৫ মে (ষষ্ঠ দফা) ও ১ জুন (সপ্তম দফা)। ভোট গণনা হবে ৪ জুন।

সর্বশেষ খবর