শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বান্দরবানে সেনাক্যাম্পে কেএনএফের হামলায় নিহত ১ গুলিবিদ্ধ ২

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলায় চলমান যৌথ অভিযানের মধ্যেই গতকাল আর্মি ক্যাম্পে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ সদস্যরা। দুপুরের দিকে উপজেলার পলি-প্রাংশাপাড়ার আর্মি ক্যাম্পের জনবল বদলের সময় কেএনএফ সন্ত্রাসীরা ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।

এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ বীর ব্যাটালিয়নের তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে একজন জেসিও এবং দুজন সৈনিক রয়েছে বলে জানা গেছে। গত রাতে সংশ্লিষ্ট সূত্র জানায়, নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় গুলিবিদ্ধ তিনজনকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পর সেখানে একজনের মৃত্যু হয়। তার নাম করপোরাল রফিক বলে জানা গেছে। অপরজনের অবস্থা আশঙ্কাজনক।

 

 

সর্বশেষ খবর