শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

খিলগাঁওয়ে গ্যারেজ কর্মচারী খুন

প্রেমিকাসহ চারজনকে পুলিশের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও সিপাহিবাগের একটি বাসা থেকে জামাল (২২) নামে এক রিকশা গ্যারেজের কর্মচারীর হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোর ৫টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়। পুলিশের ধারণা, হত্যার পর লাশ রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। কে বা কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। তবে সন্দেহভাজন হিসেবে জামালের প্রেমিকা মিমসহ আরও চারজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত সংশ্লিষ্টরা। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, আমরা এখনো নিশ্চিত নই- কি কারণে এই ঘটনা ঘটেছে। তবে এটি যে হত্যাকাণ্ড তা নিশ্চিতভাবেই ধারণা করা হচ্ছে। আমরা জামালের প্রেমিকাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছি। পাশাপাশি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, নিহত জামাল একাই ওই বাসাতে থাকত। কাজ করত একটি রিকশা গ্যারেজে। জামালসহ তার ঘনিষ্ঠদের সবাই মাদকাসক্ত বলে স্থানীয়রা বলছেন। স্থানীয়রা বলছেন, জামালপুর সদর উপজেলার নূর মিয়ার ছেলে জামাল। সিপাহিবাগ ঝিলপাড় হাসমতের টিনসেড বাড়িতে মাকে নিয়ে থাকতেন। কয়েকদিন আগে তার মা গ্রামের বাড়িতে গিয়েছেন। এরপর থেকে বাসাটিতে একাই ছিলেন জামাল। সবশেষ রুমের ভিতর আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল জামালের দেহ। তবে তার হাত-পা বাঁধা এবং গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। খবর পেয়ে, খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ঝুলন্ত অবস্থা থেকে লাশ নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পুলিশের ধারণা, জামালকে শ্বাসরোধে হত্যার পর লাশটি ঝুলিয়ে রাখা হয়েছে। গতকাল বিকালে ময়নাতদন্তের পর নিহতের ভাই সেলিম লাশ বুঝে নিয়ে যান। নিহতের আরেক ভাই মো. আরিফ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তালতলা সিপাহিবাগ নতুন রাস্তার পাশে জামাল মা সেলিনা বেগমকে নিয়ে থাকত। মা গ্রামের বাড়ি গিয়েছে। বর্তমানে বাসায় একাই ছিল জামাল। তিনি আরও বলেন, আশপাশের মানুষ দেখেছে দুই দিন আগে মিম নামের একটি মেয়ে তিন/চারজন ছেলে নিয়ে বাসায় গিয়ে জামালকে মারধর করে।

 

সর্বশেষ খবর