রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

পৃথিবীর গড় তাপমাত্রা দেড় ডিগ্রি বেড়ে গেছে

ড. আইনুন নিশাত

নিজস্ব প্রতিবেদক

পৃথিবীর গড় তাপমাত্রা দেড় ডিগ্রি বেড়ে গেছে

ইমেরিটাস অধ্যাপক এবং পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত বলেছেন, বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে পৃথিবীর গড় তাপমাত্রা দেড় ডিগ্রি বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে। সারা পৃথিবীর তাপমাত্রাই বৃদ্ধি পেয়েছে। উত্তর গোলার্ধ্বে একটু বেশি বৃদ্ধি পেয়েছে। রুমের তাপমাত্রার তুলনায় বাতাসের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। বাতাসের সার্কুলেশন বদলে গেছে। এ জন্য তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে। এটা পুরো দক্ষিণ ও পূর্ব এশিয়াজুড়েই হচ্ছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। অধ্যাপক আইনুন নিশাত বলেন, বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে তাপমাত্রা তুলনামূলক বেশিই হয়। এ সময় ৩৬, ৩৮, ৪০ ডিগ্রি তাপমাত্রা হওয়াটা খুবই স্বাভাবিক। এখন কোনো বছর তাপমাত্রা ৪১ ডিগ্রি হলো, আবার কোনো বছর হলো ৪০.৮ ডিগ্রি। আমার কাছে এই দুই তাপমাত্রার মধ্যে তেমন পার্থক্য মনে হয় না। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, গত বছর পৃথিবীর তাপমাত্রা দেড় ডিগ্রির বেশি বৃদ্ধি পেয়েছিল। বিশ্বনেতারা প্রতিজ্ঞা করেছিল ২০৩০ সালের মধ্যে তারা দেড় ডিগ্রির ওপরে উঠতে দিবে না। এ ছাড়া ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক উষ্ণতা যেন দুই ডিগ্রির বেশি বৃদ্ধি না পায় সেই প্রতিজ্ঞাও করা হয়েছিল। কিন্তু ২০৩০ সালে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির যে লক্ষ্য ছিল তা ২০২৩ সালেই অতিক্রম করেছে। তিনি আরও বলেন, আরব আমিরাতে ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাদের দেশে বছরে ১৫০-২০০ মিলিমিটার বৃষ্টি হয়। জলবায়ু পরিবর্তনের ফলে প্রচুর বৃষ্টি হওয়ার কথা আমরা সবসময়ই বলে আসছি। হঠাৎ করে প্রচুর বৃষ্টি হওয়া আগে অনেক কম হতো। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে এটা ঘন ঘন হচ্ছে।

সর্বশেষ খবর