শিরোনাম
রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা ন্যায়রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তাদের ঐক্যবদ্ধ হয়ে শুধু রাজপথে নেমে নয়, সোচ্চার কণ্ঠে পুরো রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে। গতকাল বিকালে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত নাগরিক স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ এ স্মরণসভার আয়োজন করে। সভায় ব্র্যাক চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত রায় চৌধুরী, সম্মিলিত পেশাজীবী পরিষদ আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বেলা নির্বাহী পরিচালক সৈয়দা রেজওয়ানা হাসান, অধ্যাপক ড. আসিফ নজরুল, ব্যারিস্টার সারা হোসেন, ফটো সাংবাদিক শহীদুল আলম, ব্রতীর নির্বাহী পরিচালক শারমিন মোর্শেদ, ড. রাশেদ আহমেদ তিতুমীর, ভিপি নুরুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর দমনপীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে বলেন, সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমনপীড়ন চালাচ্ছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহযুববিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এ বিবৃতি দেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধ আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে। মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধী দল, ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমনপীড়ন চালানো হচ্ছে অব্যাহতভাবে। তিনি বলেন, মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা প্রদানসহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতা-কর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে। তিনি মীর নেওয়াজ আলী নেওয়াজের সাজা বাতিলসহ তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সর্বশেষ খবর