সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
কী বলছেন বিশেষজ্ঞরা

আইনের সম্ভাবনা কাজে লাগানো হচ্ছে না

---- ড. ইফতেখারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

আইনের সম্ভাবনা কাজে লাগানো হচ্ছে না

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন করা হলেও কার্যকর প্রয়োগের অভাবে প্লাস্টিক থেকে পরিবেশদূষণ শুধু অব্যাহতই নয়, বরং উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি খুবই উদ্বেগজনক। ক্রমাগতভাবে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও এটা বন্ধে অংশীজনদের উদ্যোগ দেখছি না। আইনের সম্ভাবনাকে কাজে লাগানো হচ্ছে না। এটা দুঃখজনক। প্লাস্টিক দূষণ বন্ধে এখনই জোরালো উদ্যোগ না নিলে দেশ ভয়াবহ সংকটের মুখে পড়বে। বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, বৈশ্বিক মোট প্লাস্টিক দূষণের ২ দশমিক ৪৭ শতাংশ বাংলাদেশে হয়। প্লাস্টিক বর্জ্যসহ অন্যান্য বর্জ্য ফেলার কারণে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও কর্ণফুলী নদী বাংলাদেশের অন্যতম দূষিত নদীতে পরিণত হয়েছে। প্লাস্টিক দূষণের কারণে আমাদের বাস্তুতন্ত্র, গাছপালা ও অন্যান্য প্রাণীর অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন। বাংলাদেশে ২০০২ সালে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ হলেও ‘পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫’ এ ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ ও ‘লেমিনেটেড প্লাস্টিক’র ব্যবহার নিষিদ্ধ না হওয়ায় প্লাস্টিক দূষণ অব্যাহত রয়েছে। প্লাস্টিকের বেআইনি উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার রোধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা সংশোধন, দূষণ-কর আরোপ এবং প্লাস্টিক দূষণের সঙ্গে জড়িত ব্যক্তি, প্রতিষ্ঠান ও প্রকল্পের জবাবদিহির লক্ষ্যে পরিবেশ আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। টিআইবি প্রধান বলেন, পরিবেশদূষণ রোধে পিছিয়ে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। বাংলাদেশ সরকার প্লাস্টিক দূষণ মোকাবিলায় বিশ্বব্যাংক প্রণীত একটি ‘অ্যাকশন প্ল্যান’ (কর্মপরিকল্পনা) নীতিগতভাবে গ্রহণ করেছে। একই সঙ্গে জেলা কার্যালয় ও প্রতিষ্ঠানসমূহে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ ব্যবহার বর্জনের নির্দেশনা দিয়েছে। বিষয়গুলো যেন শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে। প্লাস্টিক দূষণ রোধের ব্যাপারে অনেক বছর ধরে বিভিন্ন মহল থেকে তাগিদ আসছে। তবে পরিস্থিতি বদলাচ্ছে না, উল্টো দূষণ আরও বাড়ছে। প্লাস্টিক দূষণ মোকাবিলায় গৃহীত সব কর্মকান্ডে সাধারণ জনগণসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সচেতনতা ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আইনের কঠোর প্রয়োগ ও প্লাস্টিক দূষণ রোধে ব্যবহৃত তহবিলসহ সার্বিকভাবে পরিবেশ সুরক্ষা কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর