সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
উত্তপ্ত ভোটের মাঠ

ভারতে বাগযুদ্ধে শীর্ষ নেতারা

কলকাতা প্রতিনিধি

ভারতে প্রথম দফা লোকসভার নির্বাচন শেষ হয়েছে। সামনে এবার দ্বিতীয় দফার নির্বাচন। এ ভোট আগামী ২৬ এপ্রিল। ১৩ রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৮৯টি লোকসভা কেন্দ্রে এ ভোট হবে। এরই মধ্যে নির্বাচনি প্রচারণায় এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিরোধী দল আমাদের বিরুদ্ধে দেওয়ার মতো প্রার্থীই খুঁজে পাচ্ছে না। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘বিজেপি সারা দেশকে বিক্রি করে দিয়েছে। ইতিহাস, ভূগোল, ধর্ম বিক্রি করেছে। মানুষে মানুষে সংঘর্ষ লাগানোর খেলা চলছে। বিজেপি দেশকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে।’ গতকাল নরেন্দ্র মোদি রাজস্থানের ঝালোর ও বাঁশওয়াড়া কেন্দ্রে নির্বাচনি প্রচারণা চালান। আর মমতা বালুরঘাট লোকসভা কেন্দ্রের কুমারগঞ্জ ও বালুরঘাটে দুই জায়গায় প্রচারণা চালান। আগামী ২৬ এপ্রিল যে কেন্দ্রগুলোতে ভোট হবে তার মধ্যে রয়েছে, কেরল (২০টি), কর্ণাটক (১৪), রাজস্থান (১৩), মহারাষ্ট্র (৮), উত্তর প্রদেশ (৮), মধ্য প্রদেশ (৭), আসাম (৫), বিহার (৫), ছত্তিশগড় (৩), পশ্চিমবঙ্গ (৩), মণিপুর (১), ত্রিপুরা (১) এবং জম্মু-কাশ্মীরে (১)। দ্বিতীয় দফায় গোটা ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের তিনটি কেন্দ্রে ভোট নেওয়া হবে। এগুলো হলো দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। স্বভাবতই দ্বিতীয় দফার নির্বাচনের দিকে তাকিয়ে শাসক-বিরোধী উভয় পক্ষই নির্বাচনি প্রচারণায় ঝড় তুলেছে। একদিকে দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংসহ বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রচারণার ময়দানে নেমেছের। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারণার ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। প্রচারণা সমাবেশে মোদি বলেন, ‘কংগ্রেস দল একটা সময় গোটা দেশে ৪০০ বেশি আসনে জয়লাভ করেছিল, অথচ আজ ৩০০ আসনে তারা প্রার্থী দিতে পারছে না। দেশের যুব সমাজ কংগ্রেসের ওপর এতটাই ক্ষুব্ধ যে তারা আর কংগ্রেসে মুখদর্শন করতে চাইছে না।’ অন্যদিকে মমতা বলেছেন, ‘বিজেপি ভারতে জিতবে না। এনআরসি হচ্ছে না, সিএএ হবে না।’ তিনি নিজের প্রাণসংশয়ের আশঙ্কা করে বলেন, ‘আমিও টার্গেট, অভিষেক ব্যানার্জিও (মমতার ভাতিজা) টার্গেট। এরা (বিজেপি) আমাদের জীবন নিয়ে নিতে পারে। এরা এতটা বিপজ্জনক!’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর