সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
গরমে নাভিশ্বাস দেশবাসীর

অনলাইনে ক্লাস নেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে তীব্র দাপদাহে স্বাস্থ্যঝুঁকি এড়াতে অনলাইন ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। এগুলো হচ্ছে- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকসহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় একই ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালগুলোর জনসংযোগ দফতরের বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো হয়। ঢাবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে প্রচলিত ১০ শতাংশ অনলাইন ক্লাসের পরিবর্তে শতভাগ অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। এ ছাড়া কোনো শিক্ষার্থী হল অথবা বাসার বাইরে আসতে চাইলে স্বাস্থ্যঝুঁকি এড়াতে ছায়াযুক্ত স্থানে থাকা, ক্যাপ বা ছাতা ব্যবহার করা, বিশুদ্ধ পানি ও স্যালাইন পান করা, তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয়, চা, কফি পান থেকে বিরত থাকাসহ স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা হলে বা বাসা থেকেই অনলাইনে ক্লাস করতে পারবে। এ সিদ্ধান্ত পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত বহাল থাকবে। কিন্তু পরীক্ষা সশরীরেই দিতে হবে। জবির প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, এ সপ্তাহে সব ক্লাস অনলাইনে নেওয়া হবে। সেই সঙ্গে যেসব বিভাগের মিডটার্ম ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলমান আছে তা স্থগিত রেখে পুনর্নির্ধারণ করা হবে। আপাতত চলতি সপ্তাহের জন্য আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। এদিকে, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, দেশে চলমান তীব্র তাপদাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে। গতকাল সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাপপ্রবাহের পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে। কারণ আমরা বাচ্চাদের ঝুঁঁকির মধ্যে ফেলব না। উল্লেখ্য, তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়, স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। তবে দেশের মেডিকেল কলেজগুলো বন্ধ কিংবা অনলাইন ক্লাসের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

সর্বশেষ খবর