সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান ড. কামালের

নিজস্ব প্রতিবেদক

ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান ড. কামালের

বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। নিজের ৮৭তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গণফোরাম আয়োজিত এক উৎসবে শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন ড. কামাল।  অনুষ্ঠানে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমানের পরিচালনায় ড. কামাল হোসেনের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন বাসদের উপদেষ্টা খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাসদের সভাপতি নুরুল আম্বিয়া, সুজনের সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য আবদুল লতিফ মাসুম, দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ। ড. কামাল হোসেন বলেন, দেশ ও জাতি যে কঠিন অবস্থার মধ্যে পড়েছে সেখান থেকে মুক্তির একমাত্র উপায় ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন। তাই চলমান সংকট থেকে উত্তরণে সবাইকে এক হয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিতে হবে। তিনি বলেন, আমার আন্তরিক আবেদন, আসুন আজকেই আমরা সিদ্ধান্ত নিই, সবাই মিলে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর