সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

কারিগরি বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

সার্টিফিকেট জালিয়াতচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বাকাশিবো) চেয়ারম্যান মো. আলী আকবর খানের স্ত্রী সেহেলা পারভীনের দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের পরিদর্শক মো. আমিরুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত আসামির দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ১ এপ্রিল একই অভিযোগে গ্রেফতার হন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান। শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদে সেহেলা পারভীনের নাম উঠে আসে। শনিবার সেহেলা পারভীনকে গ্রেফতার করে ডিবি। রিমান্ড আবেদনে বলা হয়েছে, মামলায় গ্রেফতার আসামি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট এ কে এম শামসুজ্জামানকে পরিদর্শন শাখা থেকে কম্পিউটার সেলের সিস্টেম অ্যানালিস্ট হিসেবে পোস্টিংয়ের জন্য সাড়ে ৫ লাখ টাকা এবং পরবর্তীতে জাল সার্টিফিকেট তৈরি করলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না মর্মে ৩ লাখ টাকা সেহেলা পারভীনকে দিয়েছেন। এই মর্মে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এ কে এম শামসুজ্জামান। পরবর্তীতে সেহেলা পারভীনকে উল্লিখিত ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তিনি এ কে এম শামসুজ্জামানের কাছ থেকে ৩ লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেন ও পোস্টিং সংক্রান্তে সাড়ে ৫ লাখ টাকার কথা কৌশলে এড়িয়ে যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর