মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সাম্রাজ্যবাদ আগ্রাসন ভেঙে এগিয়ে যেতে হবে

নিজস্ব প্রতিবেদক

সাম্রাজ্যবাদ আগ্রাসন ভেঙে এগিয়ে যেতে হবে

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, যুদ্ধের বিপরীতে দাঁড়িয়ে সাম্রাজ্যবাদের বিরোধিতার মাধ্যমে সাম্যের সমাজ প্রতিষ্ঠাই মুক্তিকামী মানুষের একমাত্র অবলম্বন। আমরা যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তাদেও সাম্রাজ্যবাদের আগ্রাসন, অপতৎপরতা ভেদ করে এগিয়ে যেতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ওয়ার্কার্স পার্টি আয়োজিত কমরেড লেনিনের ১৫৪তম জন্মবার্ষিকীতে ‘পুঁজিবাদের আগ্রাসী ভূ-রাজনীতি ও লেনিন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসানের সভাপতিত্বে সভায় মূল ধারণাপত্র উপস্থাপন করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ শামশির। সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরী, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাদাকাত হোসেন বাবুল, আবুল হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর