মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

মালদ্বীপে মুইজ্জুর দলের নিরঙ্কুশ জয়

প্রতিদিন ডেস্ক

মালদ্বীপে মুইজ্জুর দলের নিরঙ্কুশ জয়

মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)। পার্লামেন্টের ৯৩ আসনের ৮৬টির ফলাফলে ৬৬টিতে জয় পেয়েছে পিএনসি। সূত্র : আলজাজিরা

দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পার্লামেন্টের তিন চতুর্থাংশ আসনই চীনপন্থি পিএনসি পাবে বলে ধারণা করা হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। তাই একে সুপার সংখ্যাগরিষ্ঠতার জয় বলা হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করতে এক সপ্তাহ লাগতে পারে। এ ফলাফলের মধ্য দিয়ে ঐতিহ্যগত মিত্র ভারতের বলয় থেকে বেরিয়ে এসে চীনপন্থার প্রতি ঝুঁকে পড়বে মালদ্বীপ। প্রায় ১ হাজার ১৯২টি ক্ষুদ্র প্রবালদ্বীপের সমন্বয়ে গঠিত দেশটিতে মে মাসের শুরুতেই নতুন সরকার শপথ নেবে বলে আশা করা হচ্ছে। খবরে উল্লেখ করা হয়েছে, মালদ্বীপের ভোটের দিকে নজর ছিল ভারত, চীন দুই পক্ষেরই। দীর্ঘদিন ধরে মালদ্বীপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারত। দ্বীপরাষ্ট্রটিকে বিভিন্ন সময়ে অর্থনৈতিক এবং সামরিক সাহায্য করা হয়েছে। শুধু তা-ই নয়, বাণিজ্য ক্ষেত্রেও মালদ্বীপের পাশে থেকেছে ভারত। মালদ্বীপের পার্লামেন্ট বরাবরই ভারতের বন্ধু হিসেবে কাজ করেছে। কিন্তু মুইজ্জু দেশের এ ভারতপন্থার বিরোধিতা করেন। ভারত মহাসাগরের ওপর একটি ছোট দ্বীপ হলেও ভারত এবং চীনের কাছে মালদ্বীপের গুরুত্ব আছে। তার কারণ, ভারত মহাসাগর অঞ্চলে একটি কৌশলী এলাকায় মালদ্বীপের অবস্থান। সেখানে সেনাঘাঁটি তৈরি করে মহাসাগরটিতে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছিল ভারত। এবার সেখান থেকে সেনা সরিয়ে নিতে হলে ভারত একটি গুরুত্বপূর্ণ এলাকা হারাবে। অন্যদিকে এ একই কারণে চীনও মালদ্বীপের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চায়।

 

 

সর্বশেষ খবর