মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন অনেকেই

নিজস্ব প্রতিবেদক

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের সময় গতকাল শেষ হয়েছে। অনেক উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন।

এদিকে উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আজ। নির্বাচন কমিশনের ৩২তম কমিশন সভা শেষে এ ঘোষণা হবে। আজ (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে এ সভা আহ্বান করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ইসি সূত্রে জানা যায়, সভার আলোচ্যসূচিতে উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের তফসিলের বিষয়টি রাখা হয়েছে। বৈঠকে কমিশন যদি সিদ্ধান্ত নেয় তাহলে চতুর্থ ধাপে ৫২ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এরই মধ্যে উপজেলা নির্বাচনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে ইসি। তফসিল অনুযায়ী, আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০ উপজেলায় ভোট হবে। দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলার ভোট গ্রহণ ২১ মে। এ ছাড়া তৃতীয় ধাপের ১১২ উপজেলায় ভোট গ্রহণ ২৯ মে। এদিকে আজ বেলা ১১টায় উপজেলা নির্বাচন নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

 

 

সর্বশেষ খবর