মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

শ্রম অধিকারে জোর মার্কিন প্রতিনিধি দলের

নিজস্ব প্রতিবেদক

শ্রমিকদের অধিকার এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে ঢাকা সফররত ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর)-এর দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া অঞ্চলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিজিএমইএ। বৈঠকের লক্ষ্য ছিল দ্বিপক্ষীয় বাণিজ্যসহ শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং বাজারে প্রবেশাধিকার সংক্রান্ত নীতিগুলো নিয়ে আলোচনা। বৈঠকে বিজিএমইএ পোশাকের জন্য ন্যায্য ন্যূনতম মূল্য প্রদান এবং সামাজিক নিরীক্ষার জন্য একটি সমন্বিত আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) নিশ্চিত করতে মার্কিন সরকারের সহযোগিতা চেয়েছে। একই সঙ্গে বিজিএমইএ মার্কিন সরকারের কাছে বাংলাদেশের পক্ষে জিএসপি পুনর্বহালের জন্য তাদের জিএসপি কর্মসূচিতে বাংলাদেশের পোশাকপণ্য অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে। বৈঠকে ইউএসটিআরের প্রতিনিধি দল শ্রম খাতে কিছু ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করে। তবে মার্কিন সরকারের শ্রম কর্ম পরিকল্পনা এবং বিএলএতে সংশোধনসহ আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে জানায়। সভায় তৈরি পোশাক শিল্প আরও টেকসই করার জন্য পারস্পরিক সহযোগিতা এবং একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব প্রদান করা হয়। বৈঠকে সফররত প্রতিনিধি দলে দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া অঞ্চলের সহকারী ইউএসটিআর ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন ইউএসটিআর পরিচালক এমিলি অ্যাশবি, শ্রমবিষয়ক ইউএসটিআর পরিচালক জেনিফার ওটকেন। এ ছাড়া ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অর্থনৈতিক ইউনিটের প্রধান জোসেফ গিবলিন এবং লেবার অ্যাটাশে লিনা খান বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে বিজিএমইএ’র পক্ষে সভাপতি এস এম মান্নান কচির নেতৃত্বে সংগঠনটির নেতারা অংশ নেন। বৈঠকে এস এম মান্নান কচি বাংলাদেশের পোশাক শিল্পে কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিকদের অধিকারসহ চলমান শ্রম আইন সংস্কার এবং এ শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতিগুলো তুলে ধরেন। তিনি শ্রমিকদের অধিকার ও কল্যাণ ইস্যুতে আরও অগ্রগতি অর্জনের জন্য বাংলাদেশ সরকার এবং শিল্পের প্রতিশ্রুতি অনুযায়ী চলমান প্রচেষ্টাগুলো পুনর্ব্যক্ত করেন।

 

সর্বশেষ খবর