বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

পুরো সমাজ ধ্বংস হবে

ড. এ কে আজাদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

পুরো সমাজ ধ্বংস হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেছেন, কোনো ক্ষেত্রেই দুর্নীতি-অনিয়ম গ্রহণযোগ্য নয়। তবে শিক্ষায় অনিয়ম-দুর্নীতি হলে পুরো সমাজ-দেশই ধ্বংস হয়ে যায়। তাই শিক্ষা খাতের দুর্নীতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক এ চেয়ারম্যান ড. এ কে আজাদ চৌধুরী বলেন, শিক্ষা খাতে অনিয়ম-দুর্নীতি আমাদের ব্যথিত করে। শিক্ষা খাতে আমরা ভালো মূল্যবোধের উদাহরণ দেখতে চাই। শিক্ষা খাত নষ্ট হলে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হবে। ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হলে তো ভবিষ্যতে দেশের দায়িত্ব যারা নেবে তারা ভুলপথে পরিচালিত করবে। তিনি বলেন, সমাজের মূল্যবোধ নষ্ট হলে কেউই রক্ষা পায় না। আর্থিক খাতের দুর্নীতি বর্তমানে সব খাতের দুর্নীতিকে স্পর্শ করেছে। কিন্তু তবুও শিক্ষা খাতকে আমরা সবকিছুর ঊর্র্ধ্বে রাখতে চাই। এ শিক্ষাবিদ আরও বলেন, নতুন শিক্ষা প্রশাসন শিক্ষার নানা অনিয়ম রোধ করার চেষ্টা করছে বলে মনে করি। অনেক উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকায় তাদের দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হয়নি। এ ছাড়াও মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অব্যাহতভাবে এই কঠোর ব্যবস্থা নিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর