বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সরকারকে শক্ত ভূমিকা রাখতে হবে

আ আ ম স আরেফিন সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক

সরকারকে শক্ত ভূমিকা রাখতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, শিক্ষা খাতে দুর্নীতি রোধ করতে হলে সরকারকে শক্ত ভূমিকা রাখতে হবে। কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এলে তদন্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে। এটা করা সম্ভব হলে অন্যরাও সতর্ক হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষা ও অন্যান্য খাতের দুর্নীতির মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা যাদের বিভিন্ন পদে বসাচ্ছি তারা নিজেরা সৎ না হলে অন্যদের সততার দিকে আনতে পারবেন না। কারণ তার নিজেরই বিশ্বাসযোগ্যতা থাকে না। তিনি নিজেই অসৎ পথে নানা কাজকর্ম করেন। এমনকি যে জায়গায় বসেছেন সেখানে বসেও তিনি অসৎ কাজের মধ্যে লিপ্ত আছেন। এটিই সাধারণ চিত্র। কিছু ব্যতিক্রম নিশ্চয়ই আছে। কিন্তু ব্যতিক্রম সব সময় ব্যতিক্রমই।

তিনি আরও বলেন, শিক্ষার যে মূল লক্ষ্য মানুষকে সৎ এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা সেটাতে আমরা ব্যর্থ হয়েছি বলেই এ অবস্থা। যাদের নির্বাচিত করে প্রশাসনের কেন্দ্রবিন্দুতে বসানো হয় তারা যেন সৎ হন সেদিকে লক্ষ্য রাখা দরকার। এখানে আমরা সরকারের একটা শক্ত ভূমিকা প্রত্যাশা করি। একই সঙ্গে যখনই কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয় তাৎক্ষণিকভাবে সেটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার বিরুদ্ধে তদন্ত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। অথবা তাকে সে পদ থেকে সরিয়ে দিতে হবে। এটা যদি শুরুতেই করা যায় তাহলে সেই প্রতিষ্ঠানটি দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারবে। আর সরকারের দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার এ বার্তাটা অন্য সব জায়গার কর্মকর্তাদের সতর্ক করে তুলবে। এভাবেই সারা দুনিয়ায় দুর্নীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ খবর