বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

অনিয়ম হলে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অনিয়ম হলে কঠোর ব্যবস্থা

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের মতো উপজেলায়ও কোনো ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সকালে চট্টগ্রামের পিটিআই ভবনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ইসি আনিছুর রহমান বলেন, ‘নতুন সরকারের আওতায় কীভাবে নির্বাচন হচ্ছে সেটি সবাই দেখবে। জাতীয় সংসদ নির্বাচনের মতো এখানে দলীয় প্রার্থী থাকছে না। দলীয় প্রতীক দেওয়া হচ্ছে না। কাজেই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আশা করছি ভোটারের সংখ্যাও বাড়বে।’ ইসি বলেন, ‘বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে কখনোই প্রার্থিতা বাতিল হয়নি। চট্টগ্রাম-১৬ আসনে ভোটগ্রহণ শেষ হওয়ার ১৫ মিনিট আগে প্রার্থিতা বাতিল হয়েছে। কারণ বাতিল হওয়ার মতো উপাদান ছিল। উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন কোনো রকমের সিদ্ধান্ত নিতে কুণ্ঠাবোধ করব না।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর