বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সাজেকে ট্রাক খাদে, নিহত ৯

রাঙামাটি ও খাগড়াছড়ি প্রতিনিধি

রাঙামাটির সাজেক সড়কে ট্রাক উল্টে খাদে পড়ে গিয়ে নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে পাঁচজন ঘটনাস্থলে এবং চারজন খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে মারা গেছেন। তারা সবাই চলমান সীমান্ত সড়কের শ্রমিক ছিল বলে জানা গেছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুরের ৯০ ডিগ্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাঙামাটির সাজেক ইউনিয়নের উদয়পুরে চলমান সীমান্ত সড়কের কাজ শেষে ২০ জন শ্রমিক নিয়ে ট্রাকটি বাঘাইছড়ি উপজেলা সদরের দিকে আসছিল। উদয়পুরের ৯০ ডিগ্রি এলাকায় পৌঁছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকসহ ১০০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা। তারা আহত ১০ জনকে তাৎক্ষণিক উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়। গত রাত সোয়া ১১টায় আহত ১০ জনকে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে চারজন সেখানেই মারা যায় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপেল বাপ্পি চাকমা। বাকি ছয়জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবদুল আওয়াল চৌধুরী জানান, গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। সীমান্ত সড়কের কাজের জন্য তারা বিভিন্ন জায়গা থেকে এসেছিল। তাদের পরিবারের সন্ধান পাওয়া গেলে লাশ হস্তান্তর করা হবে। আপাতত লাশগুলো খাগড়াছড়ি জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে নিহত পাঁচজনের লাশ সাজেক থানায় রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর