বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
কমেছে বেশির ভাগ শেয়ারের দর

পতন ঠেকাতে নতুন সার্কিট ব্রেকার

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের চতুর্থ দিনে বড় দরপতনে শেষ হয়েছে শেয়ারবাজার লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। টানা দরপতন থেকে উন্নতি না হওয়ায় নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন করে সার্কিট ব্রেকার আরোপ করেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর দরপতনের ক্ষেত্রে বলা হয়েছে, দরপতনে নতুন সীমায় এক দিনে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার দর সর্বোচ্চ ৩ শতাংশ কমতে পারবে। গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়েছে। বিএসইসির এ নতুন নির্দেশনা আজ (২৫ এপ্রিল) থেকে কার্যকর হবে। তবে এক্ষেত্রে ফ্লোর প্রাইসে থাকা ছয় কোম্পানি কার্যকর হবে না। আর দর বৃদ্ধির ক্ষেত্রে আগের নিয়ম বা সীমা বহাল থাকবে। গতকাল শেয়ারবাজারে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্যসূচকের বড় পতন হয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২৭৪টি প্রতিষ্ঠানের। আর ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট কমে ৫ হাজার ৫৭৮ পয়েন্টে নেমে গেছে। প্রধান মূল্যসূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬০২ কোটি ৭৪ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৯৭ কোটি ৫৬ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৫ কোটি ১৮ লাখ টাকা।

 

 

সর্বশেষ খবর