শিরোনাম
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
দ্বিতীয় দফার ভোট কাল

ভারতে জনমত জরিপ বিজেপির দিকে

প্রতিদিন ডেস্ক

আগামীকাল ভারতজুড়ে মোট ৮৯ আসনে ভোট হবে। এর আগে ১৯ এপ্রিল প্রথম দফায় ১০২ আসনে ভোট হয়। দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গে তিনটি আসনে ভোট হবে। এগুলো হলো দার্জিলিং, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। এদিকে ভারতীয গণমাধ্যমগুলো প্রথম দফা ভোটের একটি জনমত জরিপ প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, ভালো ভোট পেয়ে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। পশ্চিমবঙ্গে ২০১৯ সালের সর্বশেষ নির্বাচনে উল্লিখিত তিন আসনেই জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থীরা। দার্জিলিংয়ে রাজু বিস্তা, বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী। দার্জিলিংয়ে এবারও লড়ছেন রাজু বিস্তা, তৃণমূলের গোপাল লামা, কংগ্রেসের মুনীশ তামাংসহ স্থানীয় দল ও স্বতন্ত্র প্রার্থীরা। বালুরঘাটে লড়ছেন বিজেপির সুকান্ত মজুমদার, তৃণমূলের বিপ্লব মিত্র, বামফ্রন্টের আরএসপি দলের নেতা জয়দেব সিদ্ধান্ত এবং ছোটখাটো দল ও স্বতন্ত্র প্রার্থীরা। রায়গঞ্জে লড়ছেন বিজেপির নতুন প্রার্থী কার্তিক পাল, তৃণমূলের কৃষ্ণ কল্যাণী, কংগ্রেসের আলী ইমরান রামজসহ কিছু ছোটখাটো দল ও স্বতন্ত্র প্রার্থীরা। কৃষ্ণ কল্যাণী বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন। ভোট সম্পর্কে এবিপি আনন্দ ও সি-ভোরের এক সমীক্ষায় বলা হয়েছে, এ তিন আসনেই জয়ের সম্ভাবনা বেশি বিজেপি প্রার্থীদের। তবে বিজেপি ও তৃণমূলের এ লড়াইয়ে বিজেপি কোনো আসন হারালে আশ্চর্য হওয়ার কারণ থাকবে না।

জনমত জরিপ : ভারতে নির্বাচনি ফলাফলের ওপর বহু জরিপ নানা সংস্থা ও সংবাদমাধ্যম করে। পাঁচ সংস্থার মার্চ ও এপ্রিলের আটটি জরিপ পর্যালোচনা করে দেখা যাচ্ছে, মোদির নেতৃত্বে এনডিএ বিপুল ব্যবধানে এগিয়ে আছে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস মোট প্রাপ্ত ভোট ও আসন দুই দিক দিয়েই পেছনে রয়েছে। এনডিএ’র ভোট প্রাপ্তির ইঙ্গিত সর্বোচ্চ ৫২% এবং সর্বনিম্ন ৪২.৬%। সেখানে কংগ্রেস নেতৃত্বের ‘ইন্ডিয়া’ জোটের ভোট প্রাপ্তির হার সর্বাধিক ৪২ ও সর্বনিম্ন ৩৯ দশমিক ৮%। আসনের হিসাবে এনডিএ’র অবস্থান ৪১১ থেকে ৩৭৩-এর মধ্যে এবং ইন্ডিয়া জোট ১৫৫ থেকে ১০৫-এর মধ্যে ওঠানামা করেছে। এ দুই জোটের বাইরের দলগুলোর ভোট ২০-৬% এবং আসনসংখ্যা ৪১ থেকে ২১-এর মধ্যে দেখা যাচ্ছে।

 

 

সর্বশেষ খবর