শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

হিট অ্যালার্ট আরও তিন দিন

এপ্রিলে কমবে না তীব্র গরম, হিটস্ট্রোকে আরও তিনজনের মৃত্যু, বায়তুল মোকাররমসহ সারা দেশে বৃষ্টির জন্য নামাজ

নিজস্ব প্রতিবেদক

হিট অ্যালার্ট আরও তিন দিন

বৃষ্টির জন্য নামাজ শেষে কাঁদছেন মুসল্লিরা। গতকাল বায়তুল মোকাররম মসজিদ থেকে তোলা -রোহেত রাজীব

তীব্র তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থার মধ্যেই আরও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অধিদফতর। তীব্র গরমে হিটস্ট্রোকে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গতকাল রাজধানীসহ সারা দেশে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে ২০ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত ছয় দিনে সারা দেশে হিটস্ট্রোকে ৩৯ জনের বেশি মারা গেছেন।

এমন অবস্থায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বিভিন্ন জেলায় বৃষ্টি চেয়ে মোনাজাত করেছেন দেশের মানুষ। গতকাল তৃতীয় দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ আরও ৭২ ঘণ্টার জন্য জারি করেছে আবহাওয়া অধিদফতর। অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম সতর্কবার্তায় জানিয়েছেন, আগামী তিন দিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। এর আগে ১৯ এপ্রিল তিন দিনের জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করে অধিদফতর, যা পরে ২২ এপ্রিল সেই সতর্কবার্তার মেয়াদ আরও ৭২ ঘণ্টার জন্য বাড়ানো হয়। জগন্নাথে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ : এক সপ্তাহ অনলাইন ক্লাস চালানোর পরও গরম না কমায় অনির্দিষ্টকাল সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অনলাইন ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম যথারীতি চালু থাকবে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।

সর্বশেষ খবর