শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
মোয়াজ্জেম হোসেন আলাল

খালেদা-তারেককে বাদ রেখে সিদ্ধান্ত নেওয়া যায় কি না ভাবছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

খালেদা-তারেককে বাদ রেখে সিদ্ধান্ত নেওয়া যায় কি না ভাবছে বিএনপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাদ রেখে দলীয় সিদ্ধান্ত নেওয়া যায় কি না ভাবছে বিএনপি। বুধবার রাতে বেসরকারি টিভি চ্যানেল ডিবিসির টকশো ‘রাজকাহন’-এ এমনটাই জানালেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তারেক রহমান বাইরে আছেন, মামলায় তার শাস্তি হয়েছে এবং    বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাও খারাপ। এ দুজনকে বাদ রেখে কিভাবে দ্রুত দলীয় সিদ্ধান্ত নেওয়া যায় অথবা অন্য-কোনো সমাধান আছে কিনা- টকশোর উপস্থাপিকা নাজনীন মুন্নীর এ প্রশ্নের জবাবে আলাল বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি কি না- সেই বিকল্প চিন্তা আমাদের মধ্যে আছে। আলাল আরও জানান, প্রয়োজনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে একটি কমিটি বা বডি বাছাই করা হবে, যারা তাৎক্ষণিক সিদ্ধান্ত দেবে। তিনি বলেন, এরকম কমিটি বা বডির চিন্তা-ভাবনা আছে। হয়তো ওই দুজনের (খালেদা জিয়া ও তারেক রহমান) পক্ষ থেকেই বলা হতে পারে- চূড়ান্ত পর্যায়ে গেলে অপশন এ-বি-সি থাকবে। নির্দিষ্ট পাঁচজন বা এ বডি মিলে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেবে।

সর্বশেষ খবর