শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
কাজী ফিরোজ রশীদ

রাজনৈতিক দলও ব্যাংকের মতো একীভূত হবে

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক দলও ব্যাংকের মতো একীভূত হবে

জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেছেন, রাজনৈতিক দলও ব্যাংকের মতো একীভূত হবে। তিনি বলেন, বড় বড় ব্যাংকগুলো ছোট ছোট ব্যাংক গিলে খাচ্ছে। বড় বড় কোম্পানিগুলোতে অভ্যন্তরীণ কোন্দল লাগিয়ে তা গিলে খাওয়া হচ্ছে। এসব বিষয়ে এখন আর সংসদে কথা হচ্ছে না। দাবদাহের কারণে ঢাকায় আজ শনিবারের ঢাকা মহানগর দক্ষিণের পূর্বনির্ধারিত পরিচিতি সভা স্থগিত ঘোষণা ও এর পরিবর্তে পাঁচ দিনব্যাপী ঢাকা মহানগরে ১০টি স্থানে গরমে অতিষ্ঠ জনসাধারণের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ কর্মসূচির ঘোষণাকালে এ কথা বলেন সাবেক এই মন্ত্রী। ফিরোজ রশীদ বলেন, হঠাৎ করে বড়লোক হওয়ার একমাত্র পথ এখন রাজনীতি। জীবনে যাদের টিন (ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর) ছিল না, তারা আজ প্রাডো জিপ চালায়। অনেকে রাতারাতি কোটি টাকার মালিক বনে যাচ্ছেন। রাজনীতি নিয়ে অপরাজনীতি চলছে। এভাবে রাজনীতিশূন্য হলে দেশ ও রাজনীতি ব্যবসায়ীদের হাতে চলে যাবে। তিনি বলেন, তীব্র দাবদাহে জনগণের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক সভা-সমাবেশ করা তামাশার শামিল। এতে আগামীতে দুটি মার্কা ছাড়া অন্য কোনা মার্কা খুঁজে পাওয়া যাবে না। তিনি বলেন, আনোয়ার হোসেন মঞ্জু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননও নিজেদের মার্কা বাদ দিয়ে নৌকায় উঠেছেন। তারপরও অনেককে ডুবে যেতে হয়েছে। নির্বাচন এখন নির্বাচনে নেই, নেই প্রতিদ্বন্দ্বিতা। এখন একটি দলের মধ্যেই হয় নির্বাচন। তিনি বলেন, অর্থনৈতিক ও ব্যাংক খাতে বিপর্যয় নেমে এসেছে। আগে জাতীয় পার্টিকে বলা হতো গৃহপালিত বিরোধী দল। আর এখন বলা হয় কৃতদাস। এ পার্টির ভবিষ্যৎ অন্ধকার। জাতীয় পার্টির ওপর মানুষের আস্থা নেই। তারপরও চেষ্টা করা হচ্ছে পার্টিকে যেন গুছিয়ে রাখা যায়। সিনিয়র কো-চেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন বাবলা বলেন, আমরা জাতীয় পার্টিকে পল্লীবন্ধু এরশাদের আদর্শ এবং রওশন এরশাদের নেতৃত্বে অবশ্যই মূল লক্ষ্যে নিয়ে যাব অচিরেই। কো-চেয়ারম্যান গোলাম সারওয়ার মিলন বলেন, ‘বিএনপি যেটা পারে নাই, আমরা সেই রাজনীতিটাকে আগামীতে নিয়ে আসব এবং বৃহত্তর একটি রাজনৈতিক মেরুকরণের মাধ্যমে সেটা করতে পারব, এ আমাদের বিশ্বাস। পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদ বলেন, রাজনীতি করার অনেক সময় আছে। কিন্তু জনদুর্ভোগ ও মানুষের কষ্টের সময় রাজনীতি চলে না। তাই তাদের পাশে দাঁড়ানোই আমাদের প্রথম কাজ। আমরা পাঁচ দিন রাজধানীর ১০টি পয়েন্টে তীব্র রোদ ও গরমে কাহিল রিকশাচালক এবং দিনমজুরদের পানি এবং খাবার স্যালাইন বিতরণ করব। এ সময় আরও বক্তব্য রাখেন কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু, সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায় প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে বিজয়নগর মোড়ে সড়কে চলাচলকারী পথচারী ও জনসাধারণের মাঝে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণের মাধ্যমে জাতীয় পার্টি ঘোষিত পাঁচ দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়।

সর্বশেষ খবর