শিরোনাম
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য বিরোধী দলের বোঝা উচিত

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য বিরোধী দলের বোঝা উচিত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের উন্নতি ও উচ্চতা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লজ্জিত হন। তখন পূর্ব পাকিস্তানকে তাদের কাছে মনে হতো বোঝা। এখন সে বোঝাই অনেক উন্নয়নে এগিয়ে গেছে। সে উন্নয়ন দেখে তিনি লজ্জিত হন। বিএনপি দেশ নিয়ে যে পরিমাণ অপপ্রচার চালায়, তাদের উচিত শাহবাজ শরিফের বক্তব্য থেকে প্রকৃত সত্যটা আসলে কী সে বিষয়ে শিক্ষা নেওয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ। বাংলাদেশের মানবাধিকারে কোনো উন্নতি হয়নি- যুক্তরাষ্ট্রের এমন প্রতিবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, গাজায় ইসরায়েল যা করছে সেটি মানবাধিকারের কোন পর্যায়ে পৌঁছে গেছে? ১৪ হাজার শিশু, ৩৫ হাজার মানুষকে হত্যা করা হয়েছে এবং প্রতিদিনই হত্যাকাণ্ড হচ্ছে। যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে যুদ্ধবিরতির কথা বলেও শোনাতে পারেনি। তারা কারও কথা শোনে না। আবার আমরা দেখছি, যুক্তরাষ্ট্র যুদ্ধের উসকানিতে সাহায্য করছে। এ গণহত্যার ব্যাপারে মানবাধিকার লঙ্ঘনের যে নিকৃষ্টতম নমুনা এ ব্যাপারে তারা (যুক্তরাষ্ট্র) তাদের অবস্থান পরিষ্কার করুক।

সর্বশেষ খবর