রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহবুব উল্লাহর আত্মজীবনী গ্রন্থ ‘আমার জীবন আমার সংগ্রাম’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সালেহউদ্দিন আহমেদ বলেন, শুধু অর্থনীতির বিষয়ে কথা বললে বাংলাদেশের সমস্যার সমাধান হবে না। এখানে রাজনীতির সমস্যাটা সবচেয়ে বড়। রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না। এটা তো সবাই দেখতেই পারছেন। দেশের অর্থনৈতিক অবস্থা ভয়ংকর পর্যায়ে। আমাদের ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে গেছে। রাজনীতিও অনেকটা ধ্বংসের পথে। সেখানে অর্থনীতি ঠিক থাকবে কীভাবে? তিনি আরও বলেন, ছাত্রজীবনে মানুষের কল্যাণে ইতিবাচক ও ভালো রাজনীতি না করলে ভবিষ্যতে ভালো মানুষ হওয়া যাবে না। রাজনীতি করতে হলে মূল্যবোধ থাকতে হবে। আমাদের সময়ে মূল্যবোধ কিছুটা ছিল। এখনো সেই মূল্যবোধ আমাদের তাড়া করে। সাধারণ মানুষের জন্য চিন্তা, দেশের জন্য চিন্তায় তাড়নায় দিন কাটে আমাদের। অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, দেশ আজকে একটা কঠিন সংকটে পড়েছে। অন্য দেশের গণতান্ত্রিক আন্দোলন অনুসরণ করে এ সংকট থেকে মুক্তি মিলবে না। আমাদেরই সংকট নিরসনের পথ তৈরি করতে হবে। এ সময়ে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আমরা কথা বলতে পারব, মুক্তভাবে আমাদের মত প্রকাশ করতে পারব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক দিলারা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির ইমেরিটাস অধ্যাপক নুরুল আমিন, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নিউ এজের সম্পাদক নুরুল কবির, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, বাঙ্গালা গবেষণার প্রকাশক আফজালুল বাসার প্রমুখ।

সর্বশেষ খবর