রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

মণিপুরে বিচ্ছিন্নতাবাদী কুকিদের হামলা, দুই নিরাপত্তারক্ষী নিহত

কলকাতা প্রতিনিধি

উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুরে বিচ্ছিন্নতাবাদী কুকি গোষ্ঠীর হামলায় দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। নিহতরা কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য। হামলায় আরও দুই সিআরপিএফ সদস্য আহত হয়েছেন।

জানা গেছে, গতকাল ভোরের দিকে রাজ্যটির বিষ্ণুপুর জেলার নারানসেনা এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপরে অতর্কিত হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা। পুলিশ জানায়, ভোর ২.১৫ মিনিট নাগাদ এই হামলার ঘটনা ঘটে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে বোমা ছোড়ে। এ সময় একটি আউট পোস্টে কর্মরত ছিলেন জওয়ানরা। ওই বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ও আহত জওয়ানরা সিআরপিএফের ১২৮ নম্বর ব্যাটেলিয়ানের সদস্য এবং তারা নারানসেনা এলাকায় কর্তব্যরত ছিলেন। নিহত সিআরপিএফের জওয়ানরা হলেন- সাব-ইন্সপেক্টর এন. সরকার এবং হেড কনস্টেবল অরূপ সাইনি। আহতরা হলেন- ইন্সপেক্টর যাদব দাস, কনস্টেবল আফতাব হোসেন। আহত দুই জওয়ানই বোমার টুকরোতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এ ঘটনার পর ওই এলাকায় আরও বেশি সংখ্যায় সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অপরাধীদের ধরতে জোর তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ খবর