রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

শুরুতেই আচরণবিধি লঙ্ঘনের হিড়িক

প্রার্থীর প্রচারে এমপিরা, ইসিতে দুর্গাপুরের ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

গোলাম রাব্বানী

উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রচারের শুরুতেই আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে। অনেক উপজেলায় এমপিদের বিরুদ্ধেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অনেক প্রার্থী নির্বাচন কমিশনে এমপিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারের অভিযোগ উঠেছে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এ ডি এম শহিদুল ইসলামের বিরুদ্ধে। ওই উপজেলার অন্য চেয়ারম্যান প্রার্থীদের অভিযোগ- এ ডি এম শহিদুল ইসলাম দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ঝিনাইগাতী উপজেলার চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের পক্ষে প্রচার চালিয়ে আসছেন। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বী অন্য দুই প্রার্থীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম এ কারণ দর্শানোর নোটিস পাঠান। অভিযোগ রয়েছে- আচরণবিধি লঙ্ঘন করে আনারস প্রতীকের প্রার্থী খলিলুর রহমান তার কর্মী-সমর্থকদের দিয়ে প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল কালাম আজাদ (দোয়াত কলম) ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলমের (ঘোড়া) প্রচারে বাধা ও কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে হুমকি-ভয়ভীতি প্রদর্শন করছেন। এসবের ভিডিও ফুটেজসহ রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন তাঁরা। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী শুভ রহমান চৌধুরীকে ব্যাখ্যা দিতে বলেছেন রিটার্নিং অফিসার। কাজী শুভ রহমান চৌধুরী ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বুধবার সন্ধায় উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়ন কার্যালয়ের সামনে ফাঁকা জায়গায় নির্বাচনি কর্মিসভায় তিনি নিজেকে স্থানীয় সংসদ সদস্যের মনোনীত প্রার্থী দাবি করেছেন। রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী শুভ রহমান চৌধুরী আচরণ বিধিমালা-২০১৬-এর বিধি ৩১ লঙ্ঘন করেছেন। তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে। কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিমকে নিয়ে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও সভায় সরাসরি ভোট চাওয়ার অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী জাফর আলম। সরাসরি ভোট চাওয়া সংক্রান্তে একাধিক অনুষ্ঠানের ভিডিও, স্থিরচিত্রসহ শুক্রবার নির্বাচন কমিশন, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় পার্টির নেতা ও চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনকে শোকজ করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ। তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁকে শোকজ করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় আচরণবিধি লঙ্ঘের দায়ে নির্বাচন কমিশন বরাবর প্রার্থিতা বাতিলের চিঠি দেওয়া হবে।

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার দুর্গাপুরে ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন সাতজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ছয়জনই। গতকাল এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এক লিখিত অভিযোগ দিয়েছেন তাঁরা। পরে এ নিয়ে দুর্গাপুর প্রেস ক্লাব মিলনায়তনে উপস্থিত হয়ে স্থানীয় সাংবাদিকদের সামনে অভিযোগ তুলে ধরেন তাঁরা। এদিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট কেন্দ্রে ঢুকলে হাত, দাঁত ও চাপার হাড্ডি ভেঙে যমুনা নদীতে নিক্ষেপের হুমকিদাতা আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। এ ছাড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামকে (আনারস) শোকজ করেছেন নির্বাচন কর্মকর্তা। গতকাল দুপুরে জেলা প্রশাসক মো. শফিউর রহমান ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। আটকরা হলেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং পিংনা সুজাত আলী কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান ও পিংনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন জয়।

সর্বশেষ খবর