রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
একই পরিবারের ছয়জন দগ্ধ

বেঁচে রইল না আর কেউ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভাষানটেকের আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধের ঘটনায় সর্বশেষ বেঁচে থাকা লিজা আক্তারও (১৭) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এতে পরিবারের আর কেউই বেঁচে রইল না। গতকাল সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিজা। আগুনে তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম। একই ঘটনায় এর আগে লিজার নানি মেহেরুন নেসা, বাবা লিটন চৌধুরী, মা সূর্য বানু, বোন লামিয়া ও ভাই সুজন মারা যান। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। তারা ভাসানটেকে থাকতেন। ফার্নিচার ব্যবসায়ী লিটনের কিছু দিন আগেও সুখের সংসার ছিল। অল্প কিছু দিনের ব্যবধানে একই পরিবারের ছয়জনই মারা গেছেন। এ মৃত্যুতে লিটনের আত্মীয়স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল রাজধানীর ভাষানটেক নতুন বাজার কালভার্ট রোডের ৪/১৩ নম্বর বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন মো. লিটন চৌধুরী (৪৮), তার স্ত্রী সূর্য বানু (৩০), তাদের তিন সন্তান লিজা (১৭), লামিয়া (৭), সুজন (৮) ও লিটনের শাশুড়ি মেহরুন নেসা (৮০)। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আগুনে লিটনের শরীরের ৬৭ শতাংশ, সূর্য বানুর ৮২ শতাংশ, লিজার ৩০ শতাংশ, লামিয়ার ৫৫ শতাংশ, সুজনের ৪৩ শতাংশ ও মেহরুন নেসার ৪৭ শতাংশ দগ্ধ হয়েছিল। তারা একে একে সবাই না ফেরার দেশে পাড়ি জমান।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর