শিরোনাম
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
কেএনএফ-সংশ্লিষ্টতা

আটক ১০ জন রিমান্ড শেষে কারাগারে

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র ও ক্যাশ কাউন্টার থেকে টাকা লুট এবং ‘কেএনএফ’ সংশ্লিষ্টতায় আটক ১০ জনকে গতকাল দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও ইন্সপেক্টর বিশ্বজিৎ সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামিদেরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হকের আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত এ নির্দেশ দেন। আসামিরা হচ্ছেন- গিলবার্ট বম (১৯), লিয়ান লুয়াই থাং বম (২৪), সাইরাস বম (২৫), লালমুন লিয়ান বম (২৮), ভান লাল দিক বম (৩০), লাল রাম তিয়াম বম (৪৪), জাসুয়া বম (৪৫), রুয়াল কম লিয়ান বম (৫৫), নলথন বম (৫৫) এবং পেনাল বম (৬৫)। তারা সবাই রুমা উপজেলার বেথেলপাড়ার বাসিন্দা। আদালত সূত্র জানায়, গত ৮ এপ্রিল বেথেলপাড়া থেকে এই ১০ জনসহ নারী-পুরুষ মিলিয়ে মোট ৪৯ জনকে আটক করা হয়। ১৮ এপ্রিল আদালতের নির্দেশে তাদের প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এ পর্যন্ত রিমান্ড শেষে পুনরায় কারাগারে ফেরত পাঠানোর সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।

 

 

সর্বশেষ খবর