সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
বান্দরবানে সেনাবাহিনীর অভিযান

কেএনএর দুই সশস্ত্র সদস্য নিহত

বান্দরবান প্রতিনিধি

কেএনএর দুই সশস্ত্র সদস্য নিহত

সেনাবাহিনীর অভিযানে বান্দরবানে রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়ায় ‘কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’ এর দক সশস্ত্র সদস্য নিহত হয়েছে। উভয় পক্ষের গোলাগুলিতে ‘কেএনএ’র আরও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে সেনা সদস্যরা বিশেষ এ অভিযান শুরু করে। কেএনএ সন্ত্রাসীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে ভোররাত ৪টার দিকে সেনাবাহিনীর টহল দল বাকলাই পাড়াটি ঘিরে ফেলে। ভোর ৪টা ৫৫ মিনিটে কেএনএ সন্ত্রাসীরা টহল দল লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে সেনা সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। এতে কেএনএ’র দুই সশস্ত্র সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এ সময় তল্লাশি চালিয়ে সেনা সদস্যরা গুলিবিদ্ধ হয়ে নিহত ২ কেএনএ সদস্যের লাশ এবং ৩টি এসবিবিএল, বিপুল সংখ্যক কার্তুজ, ওয়াকিটকি সেট, মোবাইল ফোন এবং ইউনিফর্ম উদ্ধার করে। থানচি থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, এলাকাটি রুমার রেমাক্রি-প্রাংশা ইউনিয়নের অন্তর্ভুক্ত হলেও সেখানে যেতে রুমা থানা পুলিশের বেশ কয়েক ঘন্টা লেগে যায়। এ কারণে থানচি থানাকে ঘটনাস্থলে যাওয়া এবং মরদেহ উদ্ধারের নির্দেশ দেয় জেলা পুলিশ। ওসি জানান, রবিবার দুপুরে লাশ উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে মর্গ না থাকায় চিকিৎসকদের পরামর্শে ময়নাতদন্তের জন্য লাশ ২টি বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিকাল পর্যন্ত নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। এদিকে থানচির সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে সন্ত্রাসী হামলা মামলায় আটক টাইসন বম ও ভান খলিয়ান বমকে দুই দিনের রিমান্ড শেষে গতকাল দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে তাদেরকে বান্দরবান কারাগারে পাঠানো হয়েছে। যৌথ অভিযানে এ পর্যন্ত ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে পুলিশী রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শেষে পুনরায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ২০ জনকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর